কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর উপজেলার রাজমঙ্গলপুর মধ্যপাড়া এলাকায় র্যাবের বিশেষ অভিযানে ২৮৫ বোতল স্কাফ ও ১৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
রবিবার (৫ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত নারী জেসমিন আক্তার (৪০) কুমিল্লা সদর উপজেলার রাজমঙ্গলপুর মধ্যপাড়া এলাকার আবাদ মিয়া খন্দকারের স্ত্রী।
র্যাব সূত্রে জানা যায়, মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে জেসমিন আক্তারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি ও তার স্বামী দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লা ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ এর কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com