বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস, সোমবার থেকে কারখানায় স্বাভাবিক কাজ
গার্ডেনিয়া ওয়েস লিমিটেডে শ্রমিক-মালিক সমঝতা: বকেয়া বেতন পরিশোধে আশ্বাস, কাজ শুরু সোমবার

- আপডেট সময় : ০৭:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের শিমুলতলী এলাকায় অবস্থিত গার্ডেনিয়া ওয়েস লিমিটেড কারখানার শ্রমিকরা গত ৩ থেকে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে। দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, ফলে তারা রাস্তায় নেমে আসে।
শেষ পর্যন্ত রবিবার (৫ অক্টোবর ২০২৫) শিল্প পুলিশের মধ্যস্থতায় শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝতা চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে উল্লেখ করা হয়েছে—
স্টাফদের ৪ মাসের বকেয়া বেতনের মধ্যে ২ মাসের বেতন এবং
শ্রমিকদের পুরো ২ মাসের বকেয়া বেতন আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) তারিখের মধ্যে পরিশোধ করা হবে।
এই সমঝতার ফলে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। কারখানার কর্মস্থলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সকল শ্রমিক ও স্টাফরা আগামী সোমবার (৬ অক্টোবর ২০২৫) থেকে নিয়মিতভাবে কাজে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিকদের দাবি যৌক্তিক হওয়ায় উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান আনা সম্ভব হয়েছে।