তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ কৃষকদল
হরিরামপুরে গালা ইউনিয়ন কৃষকদল কমিটি গঠন প্রকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ ,নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন প্রকল্প উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, যিনি তার বক্তব্যে দেশের উন্নয়ন, কৃষক অধিকার ও কৃষি অর্থনীতির সার্বিক অগ্রগতিতে দলের ভূমিকা তুলে ধরেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন—জেলা কৃষকদলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান দুলাল, সহ-সভাপতি আতিয়ার রহমান নুর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুর রহমান নিলয়, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম জাফর আলম, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম সজল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক নিরব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষকদলের নেতাকর্মীরা।
তারা আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতাকর্মীরা ও স্থানীয় জনগণের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ করেন।