দ্বিতীয় ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা, আজ লক্ষ্য আফগানদের হোয়াইটওয়াশ
বাংলাদেশের হোয়াইটওয়াশ মিশন আজ: শারজায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্য টাইগারদের

- আপডেট সময় : ০৬:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক, সারাদেশ ৭১
শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে জাকের আলী অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এবার লাল-সবুজের লক্ষ্য আফগানদের হোয়াইটওয়াশ করা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
প্রথম দুই ম্যাচে বাংলাদেশ কোনো পরিবর্তন ছাড়াই নামলেও এবার দেখা যেতে পারে একাদশে বেশ কিছু পরিবর্তন। টিম ম্যানেজমেন্ট ওয়ানডে সিরিজ সামনে রেখে কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছে। ফলে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ হাসান বা শামীম পাটোয়ারীদের দেখা না-ও যেতে পারে এই ম্যাচে।
অন্যদিকে আফগানিস্তানের জন্য এই ম্যাচ একরকম বাঁচা-মরার লড়াই। সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ায় এখন তাদের লক্ষ্য অন্তত একটি ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো। এজন্য দলটিও একাদশে পরিবর্তনের পথে হাঁটতে পারে। শারজাকে নিজেদের ‘হোম ভেন্যু’ হিসেবে বিবেচনা করা আফগানরা শেষ ম্যাচে মরিয়া হয়ে খেলবে বলেই ধারণা ক্রিকেট বিশ্লেষকদের।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জয় এটি। তবে এখন পর্যন্ত কোনো দলকেই একটানা তিন ম্যাচে হারিয়ে হোয়াইটওয়াশ করতে পারেনি টাইগাররা। সবশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার আবারও সেই রেকর্ড পুনরাবৃত্তির আশায় মাঠে নামছে জাকের আলী অনিকের দল।
আজকের ম্যাচে জয় পেলে শুধু সিরিজ নয়, আত্মবিশ্বাসেও নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল। ভক্তদের প্রত্যাশা—এই ম্যাচে জয়ের মাধ্যমে আবারও ক্রিকেট বিশ্বে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।