নাগেশ্বরীর নুনখাওয়া ইউনিয়নে বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসাগামী শিশু বাবলুর
কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসাগামী শিশুর মর্মান্তিক মৃত্যু

- আপডেট সময় : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে বাবলু (০৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে সে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। মাদ্রাসার কাছে পৌঁছার মুহূর্তে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বাবলু কালিকাপুর গ্রামের নুর হোসেনের ছেলে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে নুনখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।”
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “বাবলু নামে এক মাদ্রাসাপড়ুয়া শিশুর বজ্রপাতে মৃত্যুর খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।”
বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করাই শ্রেয়। সচেতনতা ও নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়াই একমাত্র প্রতিরোধের উপায়।