বান্দরবানে ফানুস, প্রার্থনা ও আলোকসজ্জায় উৎসবমুখর পরিবেশ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উৎসব পালিত

- আপডেট সময় : ১২:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
ভোর থেকেই ভক্ত-অনুরাগীরা বিভিন্ন বৌদ্ধ বিহারে গিয়ে প্রার্থনা, দান-ধ্যান ও বুদ্ধ পূজায় অংশ নেন। বান্দরবান রাজবন বিহার, উজানীলা রাজবন বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহারসহ জেলার প্রায় সব বিহারে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা, ধর্মীয় উপদেশ, প্রদীপ প্রজ্বলন, শান্তি কামনা ও দানের নানা আয়োজন। সন্ধ্যায় ফানুস উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উৎসব নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন বিহার পরিদর্শন করে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা জানান, তিন মাসের বর্ষাব্রত শেষে প্রবারণা পূর্ণিমা ভিক্ষু সংঘের জন্য আত্মশুদ্ধি, ধৈর্য ও দানের মহিমায় সমৃদ্ধ একটি তাৎপর্যপূর্ণ দিন।
প্রতিবছরের মতো এবারও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের পাহাড়ি জনপদ উৎসবমুখর হয়ে ওঠে। ফানুসে আলোকিত আকাশ, ভক্তদের প্রার্থনা ও মিলনমেলায় দিনটি পরিণত হয় আনন্দঘন উৎসবে