পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
কক্সবাজারের আইকনিক স্টেশন থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের সামনে আবারও দেখা মিলেছে হাতির পালের। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে হারবাং-লোহাগাড়া এলাকায় ট্রেন চলাচলের সময় এ ঘটনা ঘটে।
চালক জানান, রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি হারবাং অতিক্রম করার সময় দূর থেকে তিনি রেললাইনে একটি বিশাল হাতির পাল দেখতে পান। সাথে সাথে ঘন ঘন হর্ণ বাজিয়ে হাতির দলকে সরে যাওয়ার সংকেত দেন। ধীরে ধীরে হাতিরা লাইন থেকে সরে গেলে ট্রেনটি নিরাপদে চলে যায়।
এর আগেও একই রুটে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। গত ২৩ জুলাই চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেসের পেছনের বগীতে একটি হাতি আঘাত করে। চালক আবদুল আউয়াল হর্ণ বাজিয়ে হাতিটিকে লাইন থেকে সরালেও, ট্রেন চলা শুরু করার পর হাতিটি পরিচালকের বগীতে ধাক্কা দেয়। এছাড়া গত বছর ১৬ অক্টোবর ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়।
পরিবেশবিদরা বলছেন, রেললাইন নির্মাণের সময় লোহাগাড়া-হারবাং সেকশনের চুনতি অভয়ারণ্যে প্রায় ১২ কিলোমিটার এলাকায় অপরিকল্পিতভাবে পাহাড় কেটে হাতির চলাচলের প্রাকৃতিক পথ বাধাগ্রস্ত হয়েছে। নির্মিত আন্ডারপাসগুলোতেও পরিবেশগত সম্মতি না থাকায় হাতির পাল বাধ্য হয়ে রেললাইনে উঠে আসছে। ফলে কক্সবাজার রেলপথে চলাচলরত ট্রেনগুলো এখন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
যাত্রী ও পরিবেশপ্রেমীরা বলছেন, রেল ও বন্যপ্রাণী উভয়কে রক্ষা করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। হাতির প্রাকৃতিক চলাচলের পথ পুনর্নির্মাণ ও রেললাইনে সতর্কতা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com