পাঁচলাইশ থানার পুলিশের অভিযানে উদ্ধার হলো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৮ জন গ্রেফতার: পাঁচলাইশ থানার পুলিশের সফল অভিযান

- আপডেট সময় : ০৮:৪৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | চট্টগ্রাম মহানগর
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানার পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) রাত ১১টা ৫ মিনিটের দিকে পুলিশের স্পেশাল টিম এ অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) নয়ন আহমেদ নেতৃত্বাধীন একটি বিশেষ দল পাঁচলাইশ থানা এলাকায় টহল ডিউটির সময় গোপন সূত্রে খবর পায়—মুরাদপুর সিডিএ এভিনিউয়ের এস.এস ইউসুফ এন্টারপ্রাইজের সামনে ১৮ থেকে ২০ জন কিশোর গ্যাং সদস্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি ও দলবদ্ধভাবে শক্তি প্রদর্শন করছে।
তথ্য পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কিশোর গ্যাং সদস্যরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশ **“NS” নামীয় কিশোর গ্যাংয়ের প্রধান মো. মাহিন উদ্দিন ওরফে ব্ল্যাক মঈন (২২)**সহ আটজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
১. মো. মাহিন উদ্দিন (২২) ওরফে ব্ল্যাক মঈন,
২. মো. নাঈমুল হক নাহিয়ান (২০),
৩. মো. নাজিম উদ্দিন (১৯),
৪. মো. তাজিমুল ইসলাম আব্দুল্লাহ (১৯),
৫. মো. ইকমিহান হাবিব (১৯),
৬. মো. ফায়াজ (১৯),
৭. মো. রমজান শেখ (২২),
৮. মো. আল আমিন ইসলাম সিফাত (২০)।
তাদের কাছ থেকে চাপাতি, ছুরি, লোহার রড ও এসএস পাইপসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯) এর ৪/৫ ধারায় মামলা দায়ের করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, “এ ধরণের কিশোর গ্যাং কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে।”