খুলনায় লাগাতার খুনের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ—আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ
খুলনায় এক মাসে ৮ খুন: আইন-শৃঙ্খলার অবনতিতে জনমনে চরম আতঙ্ক

- আপডেট সময় : ০৬:৫৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

সারাদেশ ৭১ ডেস্ক
খুলনা এখন যেন লাশের নগরী। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে খুন, হামলা কিংবা রহস্যজনক মৃত্যু। গত এক মাসে জেলায় অন্তত ৮টি হত্যাকাণ্ড ঘটেছে। উদ্ধার করা হয়েছে ৪টি লাশ, আর প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ।
অভ্যুত্থানের পর থেকে শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে অস্থিরতা ও ভয়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কঠোর নজরদারির অভাবেই অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
পুলিশ বলছে, প্রতিটি ঘটনার তদন্ত চলছে, কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, “বাস্তব মাঠপর্যায়ে পুলিশের তেমন উপস্থিতি নেই, কাগজে-কলমেই তদন্ত চলছে।”
গত ১১ সেপ্টেম্বর আট থানার ওসি বদলির পরও কোনো উন্নতি আসেনি। বরং খুনের ঘটনাগুলো বেড়েই চলেছে। গুলি, কুপিয়ে হত্যা কিংবা গণপিটুনি — হত্যার ধরন পাল্টাচ্ছে, কিন্তু থামছে না খুনের রক্তচক্র।
নগরবাসী ও গ্রামীণ জনগণ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। বাজারে, রাস্তায়, এমনকি ঘরে বসেও মানুষ নিরাপদ নয় বলে অভিযোগ উঠেছে।
বিশ্লেষকদের মতে, খুলনায় অপরাধ দমন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা ও দ্রুত বিচার নিশ্চিত করাই এখন সময়ের দাবি।