কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে পুলিশ সদস্যকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ওরফে বিল্লু ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত বিল্লাল হোসেন আলমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন সুবীল ইউনিয়নের বুড়িরপাড় এলাকার হারুনুর রশিদের মেয়ে তাসলিমা আক্তার ও হেলাল খান। মামলার অপর আসামিরা হলেন বুড়িরপাড়ের ফিরোজ মিয়ার স্ত্রী আমেনা বেগম, গুনাইঘর দৌলতখানের ছেলে হেলাল খান ও কামাল, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লু এবং চাপানগরের আবু তাহেরের ছেলে কানা জালাল।
ভুক্তভোগী পুলিশ সদস্য আবু কাউছারের স্ত্রী ও মামলার বাদী ইশরাত জাহান জানান, তার স্বামী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় কর্মরত। গত ১ অক্টোবর দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে জমি দেখার কথা বলে কাউছারকে একটি ভবনের পঞ্চম তলায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে বিল্লু, তাসলিমা আক্তার, আমেনা বেগম, হেলাল খানসহ আরও কয়েকজন তার উপর হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা আদায় করে।
ইশরাত জাহান আরও জানান, আসামিরা তার স্বামীকে তার প্রথম স্ত্রী তাসলিমাকে পুনরায় বিয়ে করতে বলেন। এতে রাজি না হওয়ায় তাকে নির্যাতন করে চাঁদা দাবি করা হয়।
অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন বলেন, “আমি শুধু ঘটনাস্থলে গিয়ে শুনেছি ওই ব্যক্তি পুলিশ সদস্য। এরপরই আমি চলে আসি। রাজনৈতিকভাবে আমাকে মামলায় জড়ানো হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “পুলিশ সদস্যের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com