ষাট বছরের সাংবাদিকতার ঐতিহ্যে নতুন মাইলফলক রচনা করল ঝালকাঠি প্রেসক্লাব
ঝালকাঠি প্রেসক্লাবের গৌরবময় ৬০ বছর: ছয় দশকের সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায়

- আপডেট সময় : ০৫:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি প্রেসক্লাবের গৌরবময় পথচলার ৬০ বছর পূর্ণ হলো শনিবার (৫ অক্টোবর)। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন সাংবাদিক সংগঠনটি আজও সাংবাদিকতার মর্যাদা ও পেশাদারিত্ব ধরে রেখেছে।
প্রতিষ্ঠালগ্নে অল্প কয়েকজন তরুণ সংবাদকর্মীর উদ্যোগে যাত্রা শুরু করা এই প্রেসক্লাব বর্তমানে ঝালকাঠি জেলার গণমাধ্যম অঙ্গনের প্রাণকেন্দ্র। এখান থেকেই গড়ে উঠেছেন বহু পেশাদার সাংবাদিক, যারা আজ জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় সুনামের সঙ্গে কাজ করছেন।
ষাট বছরের এই দীর্ঘ যাত্রায় ঝালকাঠি প্রেসক্লাব শুধু সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের বিকাশেই ভূমিকা রাখেনি, বরং সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। তথ্য অধিকার, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ এবং জনস্বার্থ রক্ষায় ক্লাবটির ভূমিকা অনস্বীকার্য।
৬০ বছর পূর্তি উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্মৃতিচারণ সভা, আলোচনা অনুষ্ঠান, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনা।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক আক্কাস সিকদার বলেন, “ষাট বছরের এই অর্জন শুধুমাত্র সাংবাদিক সমাজের নয়, বরং পুরো ঝালকাঠিবাসীর গর্ব। আমরা ঐতিহ্য ও দায়িত্ব নিয়ে আগামী দিনে আরও জনমুখী সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করছি।”
ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি রহিম রেজা বলেন, “ঝালকাঠি প্রেসক্লাব আজ সাংবাদিকদের ঐক্য ও পেশাদারিত্বের প্রতীক। জেলার উন্নয়ন, সুশাসন ও সাংস্কৃতিক সমৃদ্ধিতে এই সংগঠনের অবদান অসামান্য।”
গৌরবের এই মাইলফলকে ঝালকাঠি প্রেসক্লাবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।