লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন ভৌগোলিকভাবে সমৃদ্ধ হলেও একটি সেতুর অভাবে আজও উন্নয়ন থেকে বঞ্চিত। স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং প্রশাসনিক সুবিধা—সব ক্ষেত্রেই ইউনিয়নবাসীকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
ডহরি-তালতলা খালের ওপর সেতু না থাকায় কলমা ইউনিয়ন উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগবিচ্ছিন্ন। ফলে প্রশাসনিক কাজ বা চিকিৎসা নিতে হলে কলমার মানুষকে টঙ্গীবাড়ি উপজেলার সড়ক ঘুরে যেতে হয়। এতে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হয়, যা সময় ও অর্থ দুটোই নষ্ট করে।
স্থানীয়রা জানান, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় চলাচল করতে হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ—সবার জন্যই এটি এক ভয়াবহ দুর্ভোগ। বর্ষাকালে খালে স্রোত ও বাল্কহেড চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক এ রহিম বলেন, “ডহরি এলাকায় সেতু না থাকায় কলমা ইউনিয়ন উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। একটি সেতু হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে।”
বড়মোকাম বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, “খেয়া নৌকা রাত ১০টার পর বন্ধ হয়ে গেলে বাড়ি ফিরতে হলে ৮ কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই বাড়ে।”
রাজনীতিক হাবিবুর রহমান অপু চাকলাদার জানান, “ডহরীতে সেতু হলে শুধু কলমা নয়, আশপাশের ইউনিয়নের মানুষও উপকৃত হবে। পদ্মা নদীর তীর ধরে সড়ক তৈরি হলে মাওয়া পর্যন্ত সরাসরি যোগাযোগ হবে, যা পর্যটনের নতুন দুয়ার খুলে দেবে।”
স্থানীয়দের দাবি, ডহরি এলাকায় দ্রুত সেতু নির্মাণ করা হলে অন্তত ৫০ হাজার মানুষের যাতায়াত সহজ হবে। কলমা ইউনিয়নের অর্থনীতি ও শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে, এবং ইউনিয়নবাসীও অন্যান্য এলাকার মতো উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com