কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, পুলিশ বলছে ইউডি মামলা প্রক্রিয়াধীন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

- আপডেট সময় : ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে রাশেদুজ্জামান হৃদয় (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে। মৃত হৃদয় স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে ঘরে প্রবেশ করে হৃদয়কে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে খবর দেয়।
পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, “পরিবারের সদস্যরা আত্মহত্যার কারণ জানাতে পারেননি। এটি সত্যিই মর্মান্তিক।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে একটি ইউডি মামলা করার প্রস্তুতি চলছে।”
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।