সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে মাদক ও অবৈধ বাজি জব্দ
কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার বাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার

- আপডেট সময় : ০৮:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার টাকার অবৈধ ভারতীয় বাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) সদস্যরা।
শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্ণীপুর এবং সদর উপজেলার কটকবাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) বিষয়টি নিশ্চিত করে।
বিজিবি সূত্রে জানা যায়, যশপুর বিওপি’র অধীনস্থ লক্ষীপুর পোস্টের একটি বিশেষ টহলদল ভোররাতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্তের প্রায় ৭ কিলোমিটার অভ্যন্তরে মান্দারী কবরস্থান ও পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার ৫৬০ পিস ভারতীয় বাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বাজি ও গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৪৮ হাজার টাকা বলে জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।