তিন দিন পর ঘাটাখালী নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ তন্ময়ের মরদেহ
কালিয়াকৈরে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ শিশু তন্ময়ের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৬:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর অবশেষে উদ্ধার হলো নয় বছরের শিশু তন্ময়ের মরদেহ। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বরিয়াবহ ঘাটাখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
নিহত তন্ময় উপজেলার হিজলতলী এলাকার তাপস মনি দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা শিশু তন্ময় পানিতে তলিয়ে যায় এবং আর ভেসে ওঠেনি। পরিবারের সদস্য ও এলাকাবাসী রাতভর খোঁজাখুঁজি করলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
পরে শুক্রবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়, তবে মরদেহের সন্ধান মেলে না। শনিবার সকালে স্থানীয়রা বরিয়াবহ ঘাটাখালী নদীতে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়রা জানান, প্রতিমা বিসর্জনের সময় নৌকায় অতিরিক্ত ভিড় ও অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে।