ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
দৈনিক bdnewspost.com  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের জন্য অপেক্ষমান দেশের প্রথম সারির অনলাইন পোর্টাল পত্রিকার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৬) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৫),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন news@bdnewspost.comএই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বাংলাদেশের নির্বাচনে স্বীকৃতির কথা বলে, ভারতের লজ্জাও করে না: মাহমুদুর রহমান কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে কুমিল্লা দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন গ্রেপ্তার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝালকাঠিতে সাকুরা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধসহ আহত ৫ আশাশুনির কুল্যার দাঁড়ার খাল উন্মুক্ত রাখার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পটিয়ায় ধরা পড়া বিশাল অজগর সাপ এখন বন বিভাগের হেফাজতে কালিয়াকৈরে নৌকা ডুবিতে নিহত পরিবারের হাতে চেক প্রদান করলেন ইউএনও কাউসার আহামেদ শ্রীপুরে ‘গরিবের ডাক্তার’ মোতাছিম বিল্লাহর মানবিক উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম শ্রীপুরে পৌর বিএনপি নেতাকর্মীদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মৌজা ১০১১ নং দাগে জমি-দখল নিয়ে অভিযোগ — প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও দলিল যাচাই দাবি

সেনবাগে জমি-ভাগবন্ড নিয়ে তীব্র বিবাদ: নোয়াখালী মইজীপুরে এনামূল হকের সংবাদ সম্মেলন

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী সংবাদদাতা
  • আপডেট সময় : ০২:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

নোয়াখালী সংবাদদাতা।

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মইজীপুর গ্রামে দীর্ঘকাল ধরে চলমান জমি বিরোধ আরও জটিল হয়ে উঠেছে। স্থানীয় কৃষক ও ভোগদার এনামূল হক (৬২) আজ ৪ অক্টোবর সকাল ৯টায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, প্রতিবেশী আবদুল মান্নান (৬৩) তার বিরুদ্ধে গাঞ্জনভিত্তিক জালিয়াতি খতিয়ান তৈরি করে ০২ শতাংশ জমি বিক্রির চেষ্টায় রয়েছেন এবং গত ৩ অক্টোবর সকাল আনুমানিক ৭টায় দোকানের সামনে তার সঙ্গে তর্কাতর্কির সময় অশোভন আচরণ ও হুমকি-ধামকি দেয়া হয়েছে।

এনামূল হক সংবাদ সম্মেলনে জানান, তাদের পরিবারের পৈতৃক মালিকানাধীন দাগ নং ১০১১ — যেখানে পূর্বে ৬ শতাংশ, ৪ শতাংশ ও ৩২ শতাংশ অংশের উল্লেখ রয়েছে — এর মধ্যে গত দুই বছর ধরে তিনি ও তার ভাই আতিক ১৬ শতাংশ জমি শান্তিপূর্ণভাবে দখলে রাখছেন। কিন্তু সম্প্রতি বিবাদী মান্নান দাবি করছেন যে, ২ শতাংশ জমি তার। এনাম বৃদ্ধ আরও বলেন, “বিবাদী কোন বৈধ দলিল দেখাতে পারেনি; উল্টো দলিলপ্রদর্শন চাওয়ায় ক্ষিপ্ত হয়ে মারায় তেড়ে এসেছে। কয়েকদিন আগে তিনি গোপনে ভূয়া খতিয়ান তৈরি করে অন্যত্র বিক্রির বায়না চুক্তি করেছিল— এলাকাবাসী সেটি শুনিয়েছে।”

এ দিকে অভিযুক্ত আবদুল মান্নান সংবাদকর্তাদের বলেন, এনামূল হক তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে; তার কাছে সব কাগজপত্র রয়েছে এবং তিনি যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। মান্নান দাবি করেন, গ্রামের বৈঠকে এনামের কাছে কোন দলিল ছিল না বলে স্থানীয় বিচারকরা বিরক্ত হয়ে চলে যান।

স্থানীয়রা বলছেন, বিষয়টি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে; এনাম ও তার পরিবার প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় ন্যায্য বিচার দাবি করেছেন। এনামূল হক আদালত ও প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও প্রতিকার কামনা করেছেন; অপরদিকে বিবাদী পূর্বাভাস দিয়েছেন তিনি মামলা করবেন।

এনামূল ও এলাকাবাসী প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করে মামলা গ্রহণ ও মুল খতিয়ান যাচাই করার আহ্বান জানিয়েছেন, যাতে সম্পত্তি বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মৌজা ১০১১ নং দাগে জমি-দখল নিয়ে অভিযোগ — প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও দলিল যাচাই দাবি

সেনবাগে জমি-ভাগবন্ড নিয়ে তীব্র বিবাদ: নোয়াখালী মইজীপুরে এনামূল হকের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

নোয়াখালী সংবাদদাতা।

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মইজীপুর গ্রামে দীর্ঘকাল ধরে চলমান জমি বিরোধ আরও জটিল হয়ে উঠেছে। স্থানীয় কৃষক ও ভোগদার এনামূল হক (৬২) আজ ৪ অক্টোবর সকাল ৯টায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, প্রতিবেশী আবদুল মান্নান (৬৩) তার বিরুদ্ধে গাঞ্জনভিত্তিক জালিয়াতি খতিয়ান তৈরি করে ০২ শতাংশ জমি বিক্রির চেষ্টায় রয়েছেন এবং গত ৩ অক্টোবর সকাল আনুমানিক ৭টায় দোকানের সামনে তার সঙ্গে তর্কাতর্কির সময় অশোভন আচরণ ও হুমকি-ধামকি দেয়া হয়েছে।

এনামূল হক সংবাদ সম্মেলনে জানান, তাদের পরিবারের পৈতৃক মালিকানাধীন দাগ নং ১০১১ — যেখানে পূর্বে ৬ শতাংশ, ৪ শতাংশ ও ৩২ শতাংশ অংশের উল্লেখ রয়েছে — এর মধ্যে গত দুই বছর ধরে তিনি ও তার ভাই আতিক ১৬ শতাংশ জমি শান্তিপূর্ণভাবে দখলে রাখছেন। কিন্তু সম্প্রতি বিবাদী মান্নান দাবি করছেন যে, ২ শতাংশ জমি তার। এনাম বৃদ্ধ আরও বলেন, “বিবাদী কোন বৈধ দলিল দেখাতে পারেনি; উল্টো দলিলপ্রদর্শন চাওয়ায় ক্ষিপ্ত হয়ে মারায় তেড়ে এসেছে। কয়েকদিন আগে তিনি গোপনে ভূয়া খতিয়ান তৈরি করে অন্যত্র বিক্রির বায়না চুক্তি করেছিল— এলাকাবাসী সেটি শুনিয়েছে।”

এ দিকে অভিযুক্ত আবদুল মান্নান সংবাদকর্তাদের বলেন, এনামূল হক তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে; তার কাছে সব কাগজপত্র রয়েছে এবং তিনি যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। মান্নান দাবি করেন, গ্রামের বৈঠকে এনামের কাছে কোন দলিল ছিল না বলে স্থানীয় বিচারকরা বিরক্ত হয়ে চলে যান।

স্থানীয়রা বলছেন, বিষয়টি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে; এনাম ও তার পরিবার প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় ন্যায্য বিচার দাবি করেছেন। এনামূল হক আদালত ও প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও প্রতিকার কামনা করেছেন; অপরদিকে বিবাদী পূর্বাভাস দিয়েছেন তিনি মামলা করবেন।

এনামূল ও এলাকাবাসী প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করে মামলা গ্রহণ ও মুল খতিয়ান যাচাই করার আহ্বান জানিয়েছেন, যাতে সম্পত্তি বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করা যায়।