নান্দাইল মহিলা ফুটবল টিমকে হারিয়ে রাঙামাটির সুহেলা মং টিমের জয়
নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল প্রীতি ম্যাচ ২০২৫: রাঙামাটির সুহেলা মং টিমের বিজয়

- আপডেট সময় : ০২:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক প্রতিষ্ঠান মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ শামছুল হক আকন্দ ভাইয়ের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে ফুটবল প্রীতি ম্যাচ–২০২৫।
গত ৩ অক্টোবর (শুক্রবার) বিকেলে নান্দাইলের চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে অংশ নেয় নান্দাইল মহিলা ফুটবল টিম ও রাঙামাটি জেলার কাউখালী উপজেলার সুহেলা মং ফুটবল টিম।
খেলায় শুরু থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ে রাঙামাটির সুহেলা মং ফুটবল টিম ৩–১ গোলে জয়ী হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা বাবু পল্লব রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা সারমিনা সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, সংগঠনের উপদেষ্টা মোঃ শামছুল হক আকন্দ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল জামান রিপন, সিনিয়র সাংবাদিক আলম ফরাজি ও সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। স্থানীয় ক্রীড়াঙ্গনে এ আয়োজনকে স্বাগত জানিয়ে অনেকে বলেন, এই ধরনের উদ্যোগ নারীদের খেলাধুলায় অংশগ্রহণ আরও বৃদ্ধি করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।