শারজাহে টাইগারদের জয়ের উৎসব — এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ট্রফি বাংলাদেশের দখলে
আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, টাইগারদের দারুণ জয় শারজাহে

- আপডেট সময় : ১২:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

শারজাহ, ৪ অক্টোবর:
দুর্দান্ত এক লড়াই শেষে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫ বল হাতে রেখে ২ উইকেটে জয় পায় টাইগাররা। এর মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ।
আগের ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মাঠে নেমেছিল সাকিববিহীন বাংলাদেশ দল। নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের পর নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের অসাধারণ ফিনিশিংয়ে আসে স্মরণীয় জয়। ম্যাচের শেষ মুহূর্তে শরিফুলের ব্যাটে দুইটি বাউন্ডারিতে জয়ের হাসি ফোটে বাংলাদেশ শিবিরে।
আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগাররা শুরু থেকেই দোদুল্যমান অবস্থায় ছিল। তবে সোহানের ঠাণ্ডা মাথার ব্যাটিং ও শরিফুলের শেষ দিকের দায়িত্বশীল ইনিংস জয়ের ভিত গড়ে দেয়। সোহান অপরাজিত থাকেন ৩১ রানে, আর শরিফুল খেলেন হার না মানা ১১ রান (৬ বলে ২টি চার)।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান তোলে। ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৩৮ রান, গুরবাজ ৩০ ও সেদিকুল্লাহ করেন ২৩ রান। বাংলাদেশের পক্ষে রিশাদ ও নাসুম তুলে নেন দুটি করে উইকেট, শরিফুল পান একটি গুরুত্বপূর্ণ উইকেট।
এই জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস আরও দৃঢ় হলো আসন্ন সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে। শেষ ম্যাচটি হবে আনুষ্ঠানিকতা, তবে টাইগারদের লক্ষ্য থাকবে ‘ক্লিন সুইপ’।