হুমায়ুন কবির/জেলা প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে এক অনন্য ফুটবল প্রীতি ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নান্দাইল মহিলা ফুটবল টিম বনাম রাঙামাটি জেলার কাউখালী উপজেলার সুহেলা মং ফুটবল টিম এর মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির নেতা বাবু পল্লব রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাচন অফিসার সারমিনা সাত্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল এবং সংগঠনের উপদেষ্টা মোঃ শামছুল হক আকন্দ।
প্রধান অতিথি শারমিনা সাত্তার খেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বড় ভূমিকা রাখবে। আগামীতে এমন উদ্যোগ আরও বেশি করে আয়োজন করা প্রয়োজন।”
খেলায় নান্দাইল মহিলা ফুটবল টিম ১ গোল এবং রাঙামাটি কাউখালীর সুহেলা মং ফুটবল টিম ৩ গোল করে। ফলে সুহেলা মং ফুটবল টিম ৩-১ গোলে জয়লাভ করে।
ম্যাচ শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ সমাজসেবক মোঃ আশরাফুল জামান রিপন ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামছুল হক আকন্দকে জাঁকজমকভাবে সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সাংবাদিক আলম ফরাজী, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ুন কবিরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com