কুমিল্লায় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে দুই রাজনৈতিক নেতা গ্রেফতার
কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ও যুবলীগ নেতা গ্রেফতার

- আপডেট সময় : ০৬:২৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় আলোচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও এক যুবলীগ নেতাকেও আটক করা হয়।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গ্রেফতারকৃত আখলাক হায়দার কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি। গত বছরের ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়াও তিনি সাবেক এমপি আবু জাহেরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
আখলাক হায়দার বুড়িচং উপজেলার সিন্দুরিয়া পাড়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে একই দিন রাতে মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রাম থেকে যুবলীগ নেতা আবু মুসাকেও গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।