হরিরামপুর প্রতিনিধি:
মহানন্দময় আবহে হরিরামপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা–২০২৫।
গত ৩ অক্টোবর বিকেল ৪টায় উপজেলার বাহাদুরপুর বাজার সংলগ্ন ইছামতি নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাহাদুরপুর ও ডেগিরচর এলাকাবাসীর উদ্যোগে এবং গোপিনাথপুর ও রামকৃষ্ণপুর এলাকাবাসীর সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি জোবায়ের ওমর, সদস্য সচিব মিজান মৃধা, কোষাধ্যক্ষ সাইদুর রহমান খান। এছাড়াও গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা (লাভলু), উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, ইউনিয়ন বিএনপির সভাপতি সাঈদ সিকদার, সাধারণ সম্পাদক মো. জাফর এবং হরিরামপুর থানার এসআই শেখ ফারুকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি আমাদের গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির প্রতীক। এ আয়োজন নতুন প্রজন্মকে বাংলার শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং ভবিষ্যতেও এই ঐতিহ্য বজায় থাকবে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী-পুরুষ দর্শক উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com