গোমতী নদীতে অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, বিজিবির অভিযানে বড় চালান জব্দ
কুমিল্লার গোমতী নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় ১০ লাখ টাকার মাদক জব্দ

- আপডেট সময় : ০৮:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার গোমতী নদীতে অভিনব কৌশলে কলাগাছ ও ককশীটের সঙ্গে বেঁধে পাচারের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ি পোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, মাদক কারবারিরা নিয়মিত অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা করে থাকে। তারই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে নদীর পানিতে কলাগাছ ও ককশীটের সঙ্গে মাদক বেঁধে ভাসিয়ে আনার চেষ্টা হয়। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত অভিযান চালায় এবং বিপুল পরিমাণ ভারতীয় মদ, ভদকা, বিয়ার ও স্কাফসহ প্রায় ১০ লাখ টাকার মাদক উদ্ধার করে।
তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই অভিনব কৌশলে মাদক পাচার চলছে। বিজিবির নিয়মিত তৎপরতার কারণে অনেক সময়েই এসব অবৈধ চালান জব্দ হচ্ছে।