গাজীপুরে শ্বশুরবাড়িতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারে শোক—শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

- আপডেট সময় : ০৮:৪২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি—তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন।
শুক্রবার দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের আ. জলিলের বাড়ি থেকে ইতি আক্তার (২১)-এর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইতি কাপাসিয়া উপজেলার ঘিঘাট গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে আ. জলিলের ছেলে মো. আক্তার হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছরের আফরিন নামে একটি কন্যা সন্তান রয়েছে।
স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদের নির্যাতনের শিকার ছিলেন ইতি। স্বামী আক্তার হোসেন শ্বশুরবাড়ির খরচে সৌদি আরবে পাড়ি জমালেও নির্যাতন থামেনি। একাধিকবার নির্যাতিত হয়ে তিনি বাবার বাড়ি চলে যান। সম্প্রতি আক্তার দেশে ফিরে তাকে বুঝিয়ে আবার বাড়িতে নিয়ে আসেন। মাত্র এক মাস আগে আক্তার আবার সৌদিতে ফিরে যান।
নিহতের মা বিলকিছ বেগম অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সে আত্মহত্যা করলে ঝুলন্ত অবস্থায় থাকতো। শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে।”
নিহতের ভাবী শারমিনও একই অভিযোগ করে বলেন, “ইতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।”
তবে নিহতের ননদ মিনারা দাবি করেন, “আমি কাজ করার সময় ভাবীকে দাঁড়িয়ে থাকতে দেখি। পরে দেখি তিনি ফাঁসিতে ঝুলে আছেন।”
শ্রীপুর থানার এসআই মো. আক্রাম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, “ঘটনার তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”