পটিয়ায় বড় ভাইয়ের সাথে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের আত্মহত্যা, শোকের ছায়া পরিবারে
পটিয়ায় বড় ভাইয়ের সাথে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের আত্মহত্যা, শোকের ছায়া পরিবারে

- আপডেট সময় : ০৩:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বড় ভাইয়ের সাথে ঝগড়ার জেরে ছোট ভাই বিমল সর্দ্দার (৩৫) আত্মহত্যা করেছেন।
এ মর্মান্তিক ঘটনা ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিমল সর্দ্দার কয়েক দিন ধরে বড় ভাই পরিমল সর্দ্দারের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত ছিলেন। তার মেজ বোন জানান—
“ভাইদের মধ্যে কথা কাটাকাটি হলেও বিমল আমাদের ছেড়ে চলে যাবে তা ভাবতেও পারিনি।”
পটিয়া থানার তদন্ত ওসি যুযুৎসু যশ চাকমা জানান,”খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বিমল সর্দ্দার উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেংগাপাড়া গ্রামের টহল সর্দ্দারের ছেলে। তিনি ৩ ভাই ও ৫ বোনের মধ্যে ছোট। মৃত্যুর পর বিমলের স্ত্রী, ১ কন্যা ও ২ ছেলে অসহায় হয়ে পড়েছে। পরিবারের একমাত্র ভরসা বিমলের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।