গণ অধিকার পরিষদের দুই প্রার্থীর মাঠে নামা গোপালগঞ্জ-৩ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে
গোপালগঞ্জ-৩ আসনে গণ অধিকার পরিষদের দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

- আপডেট সময় : ০১:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

কোটালীপাড়া (গোপালগঞ্জ)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে গণ অধিকার পরিষদের হয়ে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির দুই নেতা—আবুল বসার ও কাজী রনি।
বুধবার বিকেলে গণ অধিকার পরিষদের কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আবুল বসার পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত ধলা মিয়া দাড়িয়ার ছেলে এবং স্থানীয় ঘাঘর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
এর আগে কাজী রনি, যিনি গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক, মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের মৃত কাজী নজরুল ইসলামের ছেলে এবং ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
মনোনয়ন সংগ্রহের পর আবুল বসার বলেন,
“গণ অধিকার পরিষদ গণমানুষের দল। এখানে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ঠাঁই নেই। গোপালগঞ্জ-৩ আসনটি একটি ভিআইপি আসন। এখানে জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী গণ অধিকার পরিষদই হবে জনগণের পছন্দের দল।”
তিনি আরও জানান, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই গণ অধিকার পরিষদ কাজ করছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেফতারের ভয়ে এলাকা ছাড়েন এবং কেউ কেউ এখনো কারাগারে রয়েছেন। এ অবস্থায় অর্ন্তবর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর কোটালীপাড়ায় সরব হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। সম্ভাব্য প্রার্থীরা নিয়মিতভাবে মাঠে সক্রিয় রয়েছেন।