জামায়াত আমীরের ছেলে হয়েও ছাত্রলীগ নেতা; অভিযোগের পাহাড় নিয়েও তানভীরের অবাধ বিচরণ
কিশোরগঞ্জে বিতর্কিত ছাত্রলীগ নেতা আলী আকবর তানভীর: পিতা জামায়াতের আমীর, তবুও দিবালোকে ত্রাসের রাজনীতি

- আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৬০৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার বাদলা ইউনিয়ন জামায়াতের আমির ও মাদ্রাসা শিক্ষক সিরাজউদ্দিন ভূঁইয়ার ছেলে আলী আকবর তানভীর বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে কিশোরগঞ্জে ত্রাসের রাজনীতি চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী আকবর তানভীর কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। এ সময়ে তিনি চাঁদাবাজি, মোটরসাইকেল চুরি এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
২০২৫ সালের ২৪ মার্চ কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলা (নং ৪৫)-এ তাকে ৫৯ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, তিনি “অবৈধ জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ব্যবহার, সাধারণ শিক্ষার্থীদের গুরুতর আহত করা এবং ককটেল নিজ হেফাজতে রেখে জনমনে ভয় সৃষ্টি” করেছিলেন। মামলায় মোট ১৬৫ জনকে আসামি করা হয়, যার মধ্যে ১৫০ জন অজ্ঞাতনামা।
তানভীরের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন এবং এমনকি ব্র্যাক ব্যাংকে চাকরিও করছেন। স্থানীয় জনগণের প্রশ্ন—যেখানে সাধারণ নাগরিকরা আইনের আওতায় আসছে, সেখানে আলী আকবর তানভীরের বেলায় প্রশাসন কেন নীরব?
অনেকের ধারণা, তার পিতা জামায়াতের ইউনিয়ন আমীর হওয়ায় প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না। কিশোরগঞ্জের সাধারণ মানুষ মনে করেন, প্রশাসন জামায়াত আমীরের কাছে দায়বদ্ধ হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে কিশোরগঞ্জের জনগণ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।