শ্রীপুর, গাজীপুর:
এডভোকেট নাসিমুল হাসান মন্ডল, সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ, সম্প্রতি শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি শ্রীপুর বাজার, মাওনা বাজার এবং তেলিহাটি ইউনিয়নের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির নব গঠিত কমিটির আহবায়ক এনামুল হক মনি, পূজা উদযাপন কমিটির সভাপতি, এবং শ্রীপুর উপজেলা বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যেমন শরীফ আহমেদ লিখন, রবিন মন্ডল।
এডভোকেট নাসিমুল হাসান মন্ডল তার বক্তব্যে বলেন, তিনি বাংলাদেশের সকল ধর্মের মানুষকে সমানভাবে মর্যাদা দেওয়ার জন্য কাজ করবেন এবং দেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি স্থানীয় সম্প্রদায়কে বিভিন্ন ধরনের সাহায্য ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছে এবং স্থানীয় মানুষের মধ্যে আনন্দ এবং ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com