কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভিড় জমিয়েছে লাখো পর্যটক। দুর্গাপূজা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ভ্রমণপিপাসুরা পরিবার-পরিজন নিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন।
সাগরে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউ সত্ত্বেও সৈকতে চলছে পর্যটকদের আনন্দ-উল্লাস। হোটেল-মোটেলগুলোতে নেই খালি রুম, পর্যটকদের আগমনে জমজমাট পুরো কক্সবাজার।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে রূপ নিয়েছে এবং এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে ঝুঁকি থাকলেও ভ্রমণপিপাসুদের উপস্থিতি থামানো যায়নি।
পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ এবং সি সেইফ-এর ২৭ সদস্যের লাইফগার্ড টিম সক্রিয় রয়েছে।
গাজীপুর থেকে আসা পর্যটক হাবিবুর রহমান বলেন, “কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। এখানে এসে যে আনন্দ পেলাম, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও কক্সবাজারের বালুকাবেলা আর নোনাজলে ভ্রমণপিপাসুদের উচ্ছ্বাস অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com