রাজশাহীর দুর্গাপুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের মাছ মারা গেছে, ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা।
দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছের ক্ষতি

- আপডেট সময় : ০৫:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে একটি পুকুরের সব মাছ মারা গেছে। এতে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ অক্টোবর) গভীর রাতে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের আড়াইল গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৫ বিঘার ওই পুকুরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে সমস্ত মাছ মরে পানিতে তলিয়ে গেছে। ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি ও জামায়াত নেতা ইয়াসিন আলী জানান, “ফজরের নামাজ শেষে পুকুরে গেলে দেখি কয়েকটি মাছ উল্টে ভেসে আছে। পানিতে নেমে জাল ফেললে সব মাছ মৃত অবস্থায় উঠে আসে। প্রায় ৫০ হাজার টাকার মাছ সংগ্রহ করতে পেরেছি, বাকিগুলো পানিতে তলিয়ে গেছে বা লোকজন নিয়ে গেছে। জালে টেনে তুলতে গিয়ে ডেনিটল বিষের বোতল পেয়েছি। এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”
তিনি আরও জানান, কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই, তাই কাউকে সন্দেহ করতে পারছেন না।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “বিষ প্রয়োগের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”