কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে এক ব্যবসায়ীকে বেদম মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাসের (২৫) বিরুদ্ধে।
মঙ্গলবার রাত ৪টার দিকে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ইমতাজ সুলতান শাওন (২৩) বর্তমানে কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও সিকিরবাজার এলাকার গ্যাস ব্যবসায়ী।
ভুক্তভোগী শাওনের অভিযোগ, দুর্গাপূজা দেখে ফেরার পথে ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাস ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে তাদের একটি এবিএস সুজুকি মোটরসাইকেল (গোপালগঞ্জ ল-১১-৭৬৫৪) ছিনিয়ে নিয়ে গিয়ে রামশীল ব্রিজের উপর আগুনে পুড়িয়ে ফেলে।
তবে অভিযুক্ত রামশীল ইউনিয়ন ছাত্রদল সভাপতি ক্লিনটন বিশ্বাস দাবি করেছেন, গ্যাস ব্যবসায়ী শাওন ও তার সহযোগীরাই তাদের গাড়ির গতিরোধ করে মারধর করেছে। মোটরসাইকেল পুড়িয়ে ফেলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়, এলাকাবাসী তা করেছে বলে দাবি তার।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় যদি কোনো ছাত্রদল নেতা জড়িত থাকে তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছি। আহত শাওনের সঙ্গেও কথা হয়েছে। ইতোমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com