মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের হরিরামপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিদর্শন ও মতবিনিময় করেছেন বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
১ অক্টোবর বুধবার উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ও মন্দিরে গিয়ে তিনি পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি খোঁজ নেন। এসময় তিনি বলেন, “যেকোনো ধরনের অপশক্তির মোকাবেলায় বিএনপির নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত।”
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আফরোজা খানম রিতা পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গোৎসবের আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com