নিজস্ব প্রতিবেদক |পটিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পাইকপাড়া গ্রামে শারদীয় দুর্গাপূজার উৎসবে যখন চারপাশে আলোকসজ্জা, ঢাক-ঢোল আর নৃত্যে মাতোয়ারা পরিবেশ, তখন তিনটি পরিবার দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছেন।
গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় উত্তম দাশ, পপি দাশ ও বিমল দাশের বসতবাড়ি। আগুনে কোনো কিছুই রক্ষা করতে পারেননি তাঁরা।
স্টুডিও ব্যবসায়ী উত্তম দাশ জানান, তাঁর স্টুডিওর চারটি দামি ভিডিও ক্যামেরা (মূল্য প্রায় ১৬ লাখ টাকা), নগদ ৩০ হাজার টাকা এবং আসবাবপত্র সবকিছু পুড়ে যায়। প্রতিবেশীদের দেওয়া খাবারেই কোনোমতে দিন কাটাচ্ছেন তারা।
অন্যদিকে, শারীরিকভাবে অক্ষম বিমল দাশ বলেন, “আমি কাজ করতে পারি না, সংসার চলে ছেলের অল্প বেতনের চাকরিতে। পূজার আগে নতুন জামাকাপড় বা সাজসজ্জার কোনো ব্যবস্থা হয়নি।”
পাড়ার অন্যরা যখন আনন্দে মেতে আছেন, তখন এই তিন পরিবার ঘর মেরামতের কাজ নিয়ে ব্যস্ত। তবে সমস্ত কষ্টের মাঝেও তাঁরা হাসিমুখে দুর্গাপূজার আনন্দে সামিল হওয়ার চেষ্টা করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com