নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোতোয়ালি ও আকবর শাহ থানাধীন একাধিক পূজামণ্ডপে গিয়ে তিনি নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।
এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূজা উদ্যাপন, শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিএমপি'র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলমগীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সূত্র জানায়, শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে চট্টগ্রামের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পূজা উদ্যাপনে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com