কাকারা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ঘিরে জমির রাইটারের শক্তিশালী শোডাউন—নেতৃত্বে আসতে কর্মীদের ব্যাপক সমর্থন।
কাকারায় ছাত্রদলের মতবিনিময় সভায় জমির রাইটারের শোডাউন, ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা

- আপডেট সময় : ০৪:৪৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে ছাত্রদলের মতবিনিময় সভায় শতশত নেতাকর্মীর উপস্থিতিতে অভূতপূর্ব শোডাউন করেছেন ছাত্রনেতা মোঃ জমির রাইটার। চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক, মেধাবী ও ত্যাগী এই নেতা জানান—দীর্ঘদিনের নেতৃত্ব সংকট কাটিয়ে কাকারা ইউনিয়ন ছাত্রদলকে আবারও সুসংগঠিত করতে চান তিনি।
মতবিনিময় সভায় ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। জমির রাইটার এই সভায় আনুষ্ঠানিকভাবে কাকারা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“দীর্ঘদিন নেতৃত্বের অভাবে কাকারা ইউনিয়ন ছাত্রদল নাজুক হয়ে পড়েছে। সংগঠনের শূন্যতা কাটিয়ে আমরা আবার ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব ভাইয়ের অনুপ্রেরণায় ছাত্রদলের হারানো গৌরব পুনরুদ্ধার করাই আমার লক্ষ্য।”
সভায় উপস্থিত নেতারা জানান, জমির রাইটার সর্বদা কর্মীদের পাশে থেকেছেন এবং দুঃসময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাই তারা তার নেতৃত্বেই ইউনিয়ন ছাত্রদলের ভবিষ্যৎ দেখতে চান।
তিনি আরও বলেন, “আমাকে আহ্বায়ক করা হলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক সাহেবের দিকনির্দেশনায় খুব অল্প সময়ের মধ্যেই ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ডকে ছাত্রদলের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করব। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ভ্যানগার্ড হিসেবে কাকারা ছাত্রদল কাজ করবে।”
এই মতবিনিময় সভা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। স্থানীয় রাজনীতিতে জমির রাইটারের এই শক্তিশালী শোডাউন নতুন আলোচনার জন্ম দিয়েছে।