ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস উপজেলা বিএনপির
আফরোজা খানম রিতার পক্ষ থেকে হরিরামপুরে সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা

- আপডেট সময় : ০১:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক, মা-মাটি-গণমানুষের নেত্রী আফরোজা খানম রিতা।
তার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন। তিনি বলেন, “আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপন করতে উপজেলা বিএনপি সর্বদা সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছে।”
এসময় তিনি হরিরামপুর উপজেলার ৪নং বলড়া ইউনিয়নসহ সকল সনাতনী ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য আফরোজা খানম রিতা ও উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার পক্ষ থেকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।