ইসলামী ব্যাংক পটিয়া শাখায় সংঘর্ষে আহত পুলিশ ও স্থানীয়রা, থানায় মামলা দায়ের
পটিয়ায় ব্যাংকার আন্দোলনে সংঘর্ষ: পুলিশের মামলায় ৩০০ জন আসামি

- আপডেট সময় : ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি, চট্রগ্রাম
চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
ঘটনার সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ না করায় রোববার সকালে পটিয়া শাখার ব্যাংক ম্যানেজার কর্মকর্তাদের কাজে যোগ দিতে বাধা দেন। এতে ক্ষোভ প্রকাশ করে ব্যাংকার ও স্থানীয় জনতা শাখার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ওয়াহিদুল হক রিকু, সুমন, রিপন, মামুন সিকদার, মো. সোহেল, মো. মুসা ও আবুল কাসেম আহত হন। এ ছাড়াও তিনজন পুলিশ সদস্য আহত হন।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ব্যাংক সংশ্লিষ্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।