শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীপুর পৌর শাখার ৪নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ভাংনাহাটি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু।
সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, সাবেক সভাপতি আবুল মনসুর মন্ডল, আহ্বায়ক কমিটির সদস্য আফাজ উদ্দিন মোল্লা ও সাফায়েত হোসেন আকন্দ।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ও সমর্থন অর্জনের লক্ষ্যে দলকে সংগঠিতভাবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com