পটিয়া প্রতিনিধি,চট্রগ্রাম
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সেনা সদস্যদের বিশেষ অভিযানে ইয়াবা, নগদ টাকা ও জাল নোটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনা অভিযানে এই আটক ঘটে।
সেনা সূত্রে জানা যায়, পটিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকিব জে. কি. চৌধুরী (১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, রামু সেনানিবাস) এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় মাদক ব্যবসায়ী মো. আকবরের কাছ থেকে ৫ পিস ইয়াবা, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা এবং ৫০০ টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়।
আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদক ও টাকা-সহ পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মো. আকবর দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত এবং বিভিন্ন এলাকায় ইয়াবা পাচারের অভিযোগ রয়েছে। সেনা সদস্যদের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com