চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের কার্যক্রম বন্ধ করে উত্তেজনা—মানববন্ধন ও বিক্ষোভে জনতার দাবানল
পটিয়া ইসলামী ব্যাংকে তালা, পুলিশের লাঠিচার্জে আহত ৭ | উত্তেজনা ছড়াল চট্টগ্রামে

- আপডেট সময় : ০৪:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরের ব্যস্ততম শহীদ ছবুর রোডে অবস্থিত ইসলামী ব্যাংক শাখায় তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্থানীয় জনতা। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি ব্যাংকের সাড়ে পাঁচ হাজার চাকরিচ্যুত কর্মীর পুনঃনিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। তবে পটিয়া শাখার ৩৫ জন কর্মী পরীক্ষায় অংশ না নিয়েই ব্যাংকে যোগ দিতে আসলে কর্তৃপক্ষ তাদের প্রবেশে বাধা দেয়। যারা ব্যাংকে প্রবেশ করেছিলেন তাদের রান্নাঘরে আটকে রাখা হয় এবং আইডি ইনঅ্যাকটিভ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ স্থানীয়রা ব্যাংকের ভেতরে ঢুকে তালা মেরে দেন এবং সব কার্যক্রম বন্ধ করে দেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশের লাঠিচার্জে অন্তত ৭ জন গুরুতর আহত হন। আহতরা হলেন—ওয়াহিদুল হক পিপলু (৩৮), সুমন (৩০), রিপন (৩৫), মামুন সিকদার (৪৯), মো. সোহেল (৪২), মো. মুসা (৪২) এবং কিশোর আবুল কাসেম (১৬)। তারা বর্তমানে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে বিএনপি নেতা রিংকুর অবস্থা আশঙ্কাজনক।
পরিস্থিতি শান্ত করতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আহ্বান জানান। তবে ক্ষুব্ধ জনতা শহীদ ছবুর রোডে বিক্ষোভ মিছিল করে পুলিশের লাঠিচার্জের নিন্দা জানান।
এদিকে সচেতন নাগরিক কমিটি চাকরিচ্যুত ব্যাংক কর্মীদের পুনর্বহাল ও পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা দিয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, চাকরি ফিরিয়ে না দিলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি দেশে ও প্রবাসে ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন না করার আহ্বান জানিয়েছেন তারা।