এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। কোটি দর্শকের চোখ এখন এই ম্যাচে, যা এশিয়া নয়, বিশ্ব ক্রিকেটের জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা)। রানার্স-আপ দল পাবে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা)।
গত আসরের তুলনায় এবারের প্রাইজমানি বেড়েছে। ২০২২ সালে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ডলার, আর ২০২৩ সালের ওয়ানডে আসরে প্রাইজমানি ছিল ২ লাখ ৫০ হাজার ডলার। এতে বোঝা যায়, এশিয়া কাপের বাণিজ্যিক মূল্য ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, যেখানে প্রায় ২৮ হাজার দর্শক উপভোগ করছেন ভারত-পাকিস্তানের এই মহারণ।
উল্লেখযোগ্য বিষয় হলো, আগামী এশিয়া কাপ ২০২৭ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এবার টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে, যা আগামী বিশ্বকাপের প্রস্তুতিকে আরও জোরদার করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com