মাতৃত্বকালীন ভাতার সংখ্যা ও অর্থ বৃদ্ধির দাবি জানালো সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন
আশাশুনিতে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন ও লাইট হাউস কনসোর্টিয়ামের যৌথ উদ্যোগে এক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এ সভায় মাতৃত্বকালীন ভাতাভোগীদের নিয়ে “মা ও শিশু সহায়তা প্রকল্পের” আওতায় স্কোরকার্ড কার্যক্রম উপস্থাপন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। উপজেলা সমন্বয়ক মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার মন্ডল, হিসাব রক্ষণ অফিসের প্রতিনিধি সাহারাত হোসেন, সমাজসেবা অফিসের প্রতিনিধি সেলিম শাহরিয়ার, ইউপি সদস্য মোঃ ইয়াকুব আলী ও রবিউল ইসলাম সবুজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মোঃ আক্তার হোসেন, ডা. মোঃ বিল্লাল হোসেন, সাংবাদিক এস.এম. মোস্তাফিজুর রহমান ও আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
সভায় সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধির দাবি জানায়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, শুরুতে ৫ জন ভাতাভোগী ছিলেন, পরবর্তীতে ৯ জন এবং বর্তমানে প্রতি মাসে ১৫ জন সুবিধাভোগী অন্তর্ভুক্ত হয়েছেন। প্রত্যেক ভাতাভোগীকে তিন বছর মেয়াদে মোট ২৮ হাজার ৬০০ টাকা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন আশাশুনির বড়দল, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করছে।