সেনবাগে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সৈয়দ হারুন ফাউন্ডেশনের গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠান
সেনবাগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গোল্ড মেডেল প্রদান: সৈয়দ হারুন ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ

- আপডেট সময় : ০৭:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

নোয়াখালী সংবাদদাতা :
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও সেরা ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সর্বোচ্চ গড় নম্বর প্রাপ্ত দুইজন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্বরূপ “গোল্ড মেডেল” প্রদান করা হয়।
এই মহতী অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দ হারুন ফাউন্ডেশন, সার্বিক তত্ত্বাবধানে ছিল সেনবাগ উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান এবং সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও মোঃ আবদুস সাত্তার বিএসসি।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু শিক্ষার্থীদের অনুপ্রাণিতই করবে না বরং সেনবাগের শিক্ষা খাতকে আরও এগিয়ে নেবে। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে সেনবাগের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক কার্যক্রম হিসেবে উল্লেখ করেন।