গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের এক বৃদ্ধ মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম রবু (৬৭)। তিনি ওই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে শফিকুল ইসলাম দোহাইলা বিলে মাছ ধরতে যান। তবে রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমদিন খোঁজে না পাওয়ায় পরদিন শনিবার সকালে স্থানীয় লোকজন আবারো বিলে জাল ফেলেন। সকাল ৭টার দিকে কাপা জালে টেনে তাঁকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদূদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, নিহত শফিকুল ইসলাম প্রতিদিন মাছ শিকারে যেতেন। তবে বয়সের কারণে তিনি অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com