নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আমীর মাওলানা ইয়াছিন মিয়াজি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক সাইদ আহমেদ। তিনি বলেন, “বাংলাদেশের জনগণের কাছে একমাত্র জনপ্রিয় প্রতীক দাঁড়িপাল্লা। তাই আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন।”
বক্তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচন ও জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে পিআর (Proportional Representation) পদ্ধতিতে ভোট ব্যবস্থা চালুর দাবি জানান। তারা আরও বলেন, জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে এবং জামায়াতই সেই পরিবর্তনের শক্তি হয়ে উঠতে পারে।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ছাড়াও শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com