ময়মনসিংহ প্রতিনিধি হুমায়ুন কবির:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রমিজ প্রি ক্যাডেট এন্ড জুনিয়র স্কুলে বার্ষিক পরীক্ষা ২০২৪-এর মেধাতালিকায় উত্তীর্ণ ৩০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও স্কুলের পরিচালক আশরাফুল আলম বুলবুল। সহকারী শিক্ষক আনোয়ার হোসেন সোহাগ ও দীপ্তর যৌথ সঞ্চালনায় শিক্ষার মানোন্নয়নে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ এর দক্ষ ব্যবস্থাপনায় প্রমিজ প্রি ক্যাডেট এন্ড জুনিয়র স্কুল নান্দাইল উপজেলায় ইতিমধ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সহপাঠ্য কার্যক্রমে নিয়মিত কৃতিত্ব অর্জন করে আসছে।
উল্লেখ্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন, ঢাকা-এর অধীনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় এই বিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের হাতে সনদপত্র, মেডেল, ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, আগামী দিনে শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com