গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াতের ৫ দফা উত্থাপন
কোটালীপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ৫ দফা দাবি

- আপডেট সময় : ০৮:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার পশ্চিমপাড় মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট ব্রিজ এলাকায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর সোলায়মান বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের গোপালগঞ্জ জেলা আমীর ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) সংসদীয় আসনের প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সেকেন্দার আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, পৌর সভাপতি আক্তার দাড়িয়া সহ সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা তাদের ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
1. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
2. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
3. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ (Level Playing Field) নিশ্চিত করা।
4. সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
5. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এসব দাবি পূরণ এখন সময়ের দাবী।