দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্বামীও আত্মহত্যার চেষ্টা করে পথেই মৃত্যু বরণ করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর নাম জয়গন এবং তার স্বামী মো: আইয়ুব আলী (৪২)। পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। ঘটনার দিন সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে আইয়ুব আলী তার স্ত্রী জয়গনকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও হাতে একাধিকবার কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা জয়গনকে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, স্ত্রী হত্যার পর আইয়ুব আলী নিজেই আত্মহত্যার উদ্দেশ্যে প্রথমে বিষপান করে এবং পরে নিজ শরীরে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
নিহত জয়গনের ভাই মো: সেলিম বেপারী গণমাধ্যমকে জানান—“দীর্ঘদিন ধরে পারিবারিক ঝগড়া চলছিল। সেই ঝগড়ার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”
দোহার থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা জেনেছি, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। পরে স্বামীও আত্মহত্যা করে মারা গেছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের পারিবারিক দ্বন্দ্ব থেকে ভয়াবহ পরিণতি এড়াতে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com