৫ বছর ধরে পানিতে ডুবে থাকা ব্রীজ — ভাঙা প্রতিশ্রুতিতে ক্লান্ত গ্রামবাসী, নৌকায় ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত
পানিতে তলিয়ে গেছে হরিরামপুরের ব্রীজ, ৫ বছর অকেজো — বর্ষায় চরাঞ্চলবাসীর একমাত্র ভরসা নৌকা

- আপডেট সময় : ১২:২২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দক্ষিণ চাঁদপুর স্কুল সংলগ্ন বাজার থেকে হারুকান্দি চর সংযোগস্থলের সরকারি স্থাপনা ব্রীজটি দীর্ঘ ৫ বছর যাবৎ অকেজো অবস্থায় পড়ে আছে। বর্তমানে ব্রীজটি পানির নিচে বিধ্বস্ত অবস্থায় থাকায় মনে হচ্ছে যেন ব্রীজটি পানিতেই গিলে খেয়েছে।
কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় প্রতিদিনই দুর্ভোগে পড়ছে দক্ষিণ চাঁদপুর, ভেলাবাদ ও হারুকান্দি এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে বর্ষার মৌসুমে যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছে নৌকা। শিক্ষার্থী, কৃষক ও সাধারণ কর্মজীবী মানুষের দৈনন্দিন যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী শহীদুল ইসলাম জানান, “ভেলাবাদ-চাঁদপুর সংযোগ ব্রীজটি ধসে পড়ার পর একাধিকবার এলজিইডি অফিসে জানানো হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, “আমরা বারবার অভিযোগ করলেও প্রশাসন শুধু আশ্বাস দিয়েছে। কিন্তু সমাধান হয়নি।”
দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রদীপ জানায়, বর্ষাকালে স্কুলে যেতে হলে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কৃষি উৎপাদন ও বাজারজাতকরণেও মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা পূর্বে একাধিকবার প্রতিশ্রুতি দিলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে নতুন ব্রীজ নির্মাণ করে তাদের দুর্ভোগ লাঘব করা হোক।
হারুকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আহাদ বলেন, “প্রতিদিন হাজারো মানুষ এই দুর্ভোগে ভোগছে। নতুন ব্রীজ নির্মিত হলে অন্তত ৮-১০টি কৃষি নির্ভর এলাকার মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।”
এ বিষয়ে উপজেলা এলজিইডি অফিস জানায়, বিষয়টি তারা অবগত এবং জেলা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।