মোছাঃ নাছরিন আকতার রিমি
চট্টগ্রাম প্রতিনিধি
সারাদেশের মতো বৃহত্তর চট্টগ্রাম জেলায়ও জিয়া পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২১ সেপ্টেম্বর (রবিবার) জিয়া পরিষদ সেন্ট্রাল কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা এবং সাধারণ সম্পাদক এস এম আবুল বাশার ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাবেক ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার’স অফিস চট্টগ্রাম-সাউথের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ)।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনালী ব্যাংক পিএলসি আগ্রাবাদ কর্পোরেট শাখার অফিসার ক্যাশ মোঃ নুর উদ্দিন চৌধুরী।
এছাড়াও সিনিয়র সহসভাপতি হয়েছেন বন্দর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংক পিএলসি কাস্টম হাউস শাখার অফিসার ক্যাশ মোঃ ইউসুফ রেজা মিন্টু। সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী একরামুল হক, এ.এইচ.এম শাহাদুল্লাহ, মোঃ জাকারিয়া, মোঃ আব্দুর রব সোহাগ, মাসুদ বিন জাফর এবং মোঃ মোস্তাফিজুর রহমান।
সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনালী ব্যাংক পিএলসি’র অফিসার ক্যাশ মোহাম্মদ সফিউল্লাহ। যুগ্ম সম্পাদক টিটু সূত্রধর, সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইয়াছির আরাফাত, মোঃ খায়রুল আলম, মোঃ মুসা এবং গোলাম রাব্বী।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাফর আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন তন্ময় সরকার এবং বিজয় বিহারী বাজপেয়ী।
এছাড়াও উপদেষ্টা পদে রয়েছেন সোনালী ব্যাংক পিএলসি লালদীঘি কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বকর ছিদ্দিক এবং আগ্রাবাদ কর্পোরেট শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ ফরিদ উদ্দিন আখতার।
দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন তরুণ ব্যাংকাররা।
জেলা পর্যায়ে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনকে জিয়া পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও কার্যকর সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com