আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী, ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের উপর সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামে। আহতরা হলেন— মামলার বাদি ওবায়দুর রহমান শেখ (৫৫) ও তার ভাই মাসুদ শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল লতিফ শেখের ছেলে ওবায়দুর রহমানের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমান শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার আদালতে মামলা-মোকদ্দমা হয়। সম্প্রতি জমিতে স্থাপনা নির্মাণ শুরু করলে হাবিবুর রহমান আদালতে অভিযোগ দায়ের করেন এবং আদালত উক্ত জমিতে সব ধরনের নির্মাণ কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেন।
তবে নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও ২৪ সেপ্টেম্বর ভোরে প্রতিপক্ষ মিজানুর রহমান, আহাদ শেখ, হাবিবুর রহমান, আলমগীর শেখ, আশাদুল শেখ, আতিয়ার রহমান শেখ, ওহিদ শেখ, মিরাজ শেখসহ ৮-১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর শুরু করে। খবর পেয়ে বাদির ভাই মাসুদ শেখ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তার উপর হামলা চালানো হয়। পরে বাদি ওবায়দুর রহমান তাকে রক্ষা করতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এ সময় সশস্ত্র হামলাকারীরা বাদির ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল ভাঙচুর করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বাদি ওবায়দুর রহমান বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন— “অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত এই বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ধরনের হামলার কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com